হবিগঞ্জে আ.লীগের চেয়ারম্যান প্রার্থী যারা

হবিগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, হবিগঞ্জ, বার্তা২৪.কম | 2023-09-01 02:34:17

একাদশ সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই সারাদেশের মতো হবিগঞ্জেও উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। সে হাওয়ায় পাল উড়িয়ে মাঠ চষে বেড়াচ্ছেন সম্ভাব্য চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা।

আগামী ১০ মার্চ প্রথম ধাপে একসঙ্গেই হবিগঞ্জের নয়টি উপজেলার মধ্যে আটটিতে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে বিভিন্ন জটিলতায় নব গঠিত শায়েস্তাগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এদিকে জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবির পর দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি যখন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে না আসার পক্ষে অবস্থান নিয়েছে, তখন কাঙ্ক্ষিত জয়ের লক্ষ্যকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তৃণমূলের মতামতের ভিত্তিতে হবিগঞ্জের ৮ উপজেলায় চেয়ারম্যান পদে একক প্রার্থী চূড়ান্ত করেছে দলটি।

শনিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানী ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এর মধ্যে হবিগঞ্জের ৮ উপজেলায় চূড়ান্ত প্রার্থীরা হলেন- সদর উপজেলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, বানিয়াচং উপজেলায় সুবিদপুর ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী, নবীগঞ্জ উপজেলায় বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর চৌধুরী, লাখাই উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুশফিউল আলম আজাদ, বাহুবল উপজেলায় বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হাই, চুনারুঘাট উপজেলায় সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল কাদির লস্কর, মাধবপুর উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সাদারণ সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান, আজমিরীগঞ্জ উপজেলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মর্তুজা হাসান।

এ সম্পর্কিত আরও খবর