মধুমতি নদীর মাটি ইটভাটার পেটে

নড়াইল, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নড়াইল, বার্তা২৪.কম | 2023-09-01 18:22:21

নড়াইলের লোহাগড়া উপজেলায় রামকান্তপুর এলাকায় গড়ে উঠেছে কয়েকটি ইটভাটা। তবে কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে মধুমতির পাড় কেটে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে ‘মেসার্স মোল্যা ব্রিকস’ নামে একটি ইটভাটা। ওই ইটভাটার মালিকের নাম পান্নু মোল্যা। তিনি ২০১৭ সাল থেকে এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

জানা গেছে, মধুমতি নদীর বাঁকে রামকান্তপুর গ্রামে ৮ একর জায়গা জুড়ে গড়ে উঠেছে মোল্যা ব্রিকস। এই ইটভাটার জন্য নদী কেটে মাটি সংগ্রহ করা হচ্ছে। দিনে কাটা হচ্ছে ৭-৮ হাজার ফুট মাটি।

মেসার্স মোল্যা ব্রিকসের মালিক পান্নু জানান, তার ইটভাটার জন্য জেলা প্রশাসন থেকে লাইসেন্স নিয়েছেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র সব কিছুই আছে। নদীর পাশে তিনি তার নিজের জমি থেকে মাটি কাটছেন।

নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা জানান, জেলা প্রশাসন থেকে লাইসেন্স পেয়ে যারা পরিবেশ আইন ও নীতিমালার তোয়াক্কা না করে ইটভাটার কাজ চালিয়ে যাচ্ছেন তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর