শুক্রবারেও বিদ্যালয়ে ওড়ে জাতীয় পতাকা

গাজীপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 05:21:22

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, বিদ্যালয় তালাবদ্ধ। তবে বিদ্যালয়টিতে উড়ছে জাতীয় পতাকা। গাজীপুরের শ্রীপুরের আনসার টেপিরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শুক্রবারের (৮ ফেব্রুয়ারি) চিত্র ছিল এটি।

অথচ জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ অনুযায়ী (সংশোধিত ২০১০) বিদ্যালয় ছুটির পর জাতীয় পতাকা না নামানো পতাকার প্রতি অবমাননা।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এমন কাণ্ডে স্থানীয়রা ক্ষোভ জানিয়েছেন সাংবাদিকদের কাছে।

স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আমির হামজা বলেন, ‘স্বাধীনতার প্রতীক আমাদের জাতীয় পতাকা। অথচ বিদ্যালয়ে পতাকা উত্তোলন ও নামানোর সময় সম্মান দেখানো হয় না। দেশ গড়ার কারিগররা যদি এমন গাফিলতি করেন তাহলে শিক্ষার্থীরা কী শিখবে তাদের কাছে?’

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুয়েল মিয়া বলেন, ‘বৃহস্পতিবার ছিল বিদ্যালয়ের অর্ধ কর্মদিবস। বিদ্যালয় ছুটির পর আমরা সকলে চলে যাই, পতাকা উত্তোলন ও নামানোর দায়িত্ব ছিল দফতরি কাম নৈশ প্রহরীর উপর, হয়ত ভুলে এমন হয়ে গেছে।‘

বিদ্যালয়ের দফতরি কাম নৈশ প্রহরী ফজলুল হক বলেন, ‘ভুলে এমন হয়ে গেছে পরে সংবাদ পাওয়া মাত্রই তা নামানো হয়।’

বন্ধের দিনও পতাকা না নামানোর বিষয়ে শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান বলেন, ‘বিশেষ দিবস ছাড়া বিদ্যালয় চলার সময়ের বাহিরে পতাকা উত্তোলন করে রাখা অন্যায়। এ বিষয়ে খোঁজ নিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

এ সম্পর্কিত আরও খবর