মংলা বন্দরের প্রতিষ্ঠাবার্ষিকী, ২৩ বন্দর ব্যবহারকারীকে সম্মাননা

বাগেরহাট, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বাগেরহাট, বার্তা২৪.কম | 2023-08-22 22:12:37

জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মংলা বন্দর কর্তৃপক্ষের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ সময় ২৩ বন্দর ব্যবহারকারীকে সম্মাননা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাটের মংলা বন্দরের প্রশাসনিক ভবন চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এ.কে.এম ফারুক হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না, বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) ইয়াসমিন আফসানা, সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মোহাম্মদ আলী চৌধুরী, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) প্রকৌশলী মো. আলতাফ হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম ও মংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খায়রুল আলম।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হাবিবুন নাহার মংলা বন্দরের সর্বোচ্চ তেল পরিবাহী শিপিং এজেন্ট স্টারপাথ সি ট্রেড লিমিটেডের (খুলনা) ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মো. রফিকুল ইসলাম, সর্বোচ্চ তেল আমদানিকারক শুনশিন এডিবল অয়েল লিমিটেডের (মংলা) বিভাগীয় প্রধান (সাপ্লাই চেইন) মঈন উদ্দিন আহমেদ খান, সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী শিপিং এজেন্ট ইউনিক মেরিটাইম লিমিটেডের (খুলনা) পরিচালক বদিউজ্জামান টিটু, এককভাবে সর্বোচ্চ নিজস্ব পণ্য নদী পথে পরিবহন, এলপিজি ও ক্লিংকার আমদানিকারক বসুন্ধরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (মংলা) নির্বাহী পরিচালক প্রকৌশলী নবারুন কুমার সাহাসহ বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় ২৩ জন বন্দর ব্যবহারকারীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

উল্লেখ্য, ১৯৫০ সালের ১ ডিসেম্বর যাত্রা শুরু করে দেশের দ্বিতীয় বৃহত্তম সামুদ্রিক বন্দর মংলা। তবে প্রতি বছর ১ ডিসেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়ে আসলেও এবার জাতীয় সংসদ নির্বাচনের কারণে তা পিছিয়ে ৭ ফেব্রুয়ারি করেছে কর্তৃপক্ষ।

এ সম্পর্কিত আরও খবর