কুলখানির দাওয়াত খেয়ে অর্ধশতাধিক হাসপাতালে

বগুড়া, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বগুড়া, বার্তা ২৪.কম | 2023-08-29 16:55:42

বগুড়ার কাহালুতে কুলখানি অনুষ্ঠানে দাওয়াত খেয়ে অর্ধশত মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টা পর্যন্ত বগুড়ার কাহালু ও নন্দীগ্রাম উপজেলা হাসপাতালে এসব অসুস্থ মানুষ ভর্তি হয়।

কাহালু উপজেলার জামগ্রাম ইউপি চেয়ারম্যান আলমগীর কামাল বার্তা২৪.কমকে জানান, শুক্রবার দুপুরে কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের চিরতা গ্রামের মরহুম আকতারুজ্জামানের কুলখানি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গ্রামের তিন হাজার মানুষকে সাদা ভাত এবং গরুর মাংস দিয়ে আলু ঘাটি খাওয়ানো হয়।

পরদিন শনিবার দুপুরের পর থেকে অনেকেই পেটে ব্যথা এবং জ্বর অনুভব করে। সেই সাথে শুরু হয় ডায়রিয়া। স্থানীয়ভাবে চিকিৎসা করে সুস্থ না হওয়ায় রোববার সকাল থেকে অনেকেই হাসপাতালে ভর্তি হতে শুরু করে।

রোববার রাত ৮টা পর্যন্ত অর্ধশতাধিক মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে ইউপি চেয়ারম্যান শুনেছেন বলে জানান। এর মধ্যে কাহালু উপজেলা হাসপাতালে ৮ জন চিকিৎসাধীন রয়েছেন। আরও অনেকেই বাড়িতে চিকিৎসা নিয়েছেন।

নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাঃ ইকবাল মাহমুদ বার্তা২৪.কমকে বলেন, 'সেখানে ৪২ জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।সবাই আশংকা মুক্ত।'

এ সম্পর্কিত আরও খবর