কমলনগরে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

লক্ষ্মীপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 10:53:23

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ড এ অভিযান চালায়।

রোববার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চর জগবন্ধু কডরিয়ার ঘাট এলাকায় জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস ও কোস্টগার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, উপজেলা কোস্টগার্ড ও মৎস্য বিভাগ সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে। এ সময় প্রশাসনের উপস্থিতি দেখে জালগুলো রেখে জেলেরা পালিয়ে যায়।পরে জব্দ হওয়া জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস জানান, নদীতে কারেন্ট জাল সম্পূর্ণ নিষিদ্ধ। এ জাল দিয়ে মাছ ধরা আইন বিরোধী ও দণ্ডনীয় অপরাধ।

জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জাটকা ইলিশ রক্ষা ও নিষিদ্ধ জাল জব্দে অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ মৎস কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও খবর