রায়পুরে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

লক্ষ্মীপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, লক্ষ্মীপুর, বার্তা২৪ | 2023-07-12 19:27:28

লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন।

শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কোষ্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে জব্দ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী রায়, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন ও উপজেলা কন্টিনজেন্ট কমান্ডার মোঃ মঈনুল ইসলাম প্রমুখ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে মেঘনা নদীতে কোষ্টগার্ড ও মৎস্য বিভাগ যৌথ অভিযানে যায়। এসময় উপজেলার মেঘনা নদীর বিভিন্ন এলাকা থেকে প্রায় ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। প্রশাসনের লোকজন দেখে জালগুলো রেখে পালিয়ে যায় জেলেরা। জব্দ হওয়া জালগুলো লোকজনের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ফেলা হয়।

রায়পুর উপজেলা কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোঃ মঈনুল ইসলাম বলেন, জাটকা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও খবর