ভাষা সৈনিক বিমল রায় চৌধুরী স্মরণে নাগরিক শোকসভা

যশোর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, যশোর, বার্তা২৪ | 2023-08-21 16:49:40

 

যশোরের ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিমল রায় চৌধুরী স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) বিকালে যশোর টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে এ শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রবীণ আইনজীবী ও রাজনৈতিক অ্যাডভোকেট কাজী আব্দুস শহীদ লাল।

এ সময় আলোচকরা বলেন, জমিদারপুত্র হয়েও বিমল রায় চৌধুরী আমৃত্যু যশোরের সাধারণ মানুষের সঙ্গে থেকেছেন। যশোরে তিনি সমাজসেবক হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেন। ১৯৪৯ সালে তিনি যেমন তেভাগা আন্দোলনের অগ্রভাগে ছিলেন, তেমনি ১৯৫২ সালে ভাষা আন্দোলনে তার ছিল সক্রিয় ভূমিকা। ১৯৭১ সালে মহান স্বাধীনতা সংগ্রামে তিনি ছিলেন সংগঠকের ভূমিকায়।

জ্যেষ্ঠ নাগরিকেরা স্মৃতিচারণ করতে গিয়ে আরও বলেন, দেশের প্রতিটি ঐতিহাসিক ক্ষণে যশোর অঞ্চলে ভূমিকা রেখেছেন বিমল রায় চৌধুরী। আবার সমাজকর্মী হিসেবে তিনি গড়েছেন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মশালা। অসাম্প্রদায়িক চেতনার এ মানুষটি ভবিষ্যৎ প্রজন্মের আদর্শ হতে পারে।

উল্লেখ্য, বার্ধক্যজনিত রোগে গত বছরের (২০১৮) ১৫ ডিসেম্বর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তিনি মারা যান।

 

এ সম্পর্কিত আরও খবর