‘মৎস্য সংরক্ষণে বিশ্বমানের পরিকল্পনা করছে সরকার’

নেত্রকোনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 08:04:26

দেশ থেকে বিরল প্রজাতির মৎস্য ও প্রাণী হারিয়ে যাচ্ছে। এ সকল বিলুপ্তপ্রায় মৎস্য ও প্রাণী সংরক্ষণে বিশ্বব্যাপী কাজ চলছে। বিশ্বের সাথে তাল মিলেয়ে বাংলাদেশেও মৎস্য ও প্রাণী সংরক্ষণে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়া মাঠে দি হলি চাইল্ড কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় জেলা প্রশাসক মঈনউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান মিয়া, স্কুলটির প্রতিষ্ঠাতা পরিচালক কামরুন্নেছা আশরাফ দীনা সহ শিক্ষক, অভিবাবকরা উপস্থিত ছিলেন। পরে দিনব্যাপী বিভিন্ন আঙ্গিকে কিন্ডারগার্টেনটির শিক্ষার্থীদের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর