যৌতুকের দায়ে স্বামীর ২ বছরের কারাদণ্ড

বরিশাল, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 22:04:34

বরিশালে স্ত্রীর দায়ের করা যৌতুক আইনের মামলায় আসামি স্বামীকে দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (২৭ জানুয়ারি) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত হলেন বাকেরগঞ্জ উপজেলার কানকী এলাকার মৃত ফজলু সিকদারের ছেলে আব্দুল ছালাম সিকদার।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৬ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৬টায় আসামি আব্দুল ছালাম সিকদার ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে তার স্ত্রী হাসিনা বেগমকে মারধর করে ঘর থেকে তাড়িয়ে দেন।

এ ঘটনায় ঐ বছরের ১৮ অক্টোবর হাসিনা বেগম বাদী হয়ে তার আব্দুল ছালাম সিকদারকে আসামি করে আদালতে যৌতুক আইনে মামলা দায়ের করেন।

২০১০ সালের ১৮ অক্টোবর বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ হুমায়ুন কবির আসামির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

আদালতে ছয় জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে এ রায় প্রদান করেন।

এ সম্পর্কিত আরও খবর