বোরকা পরে ভোট দিতে গিয়ে যুবক আটক

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গাইবান্ধা, বার্তা২৪.কম | 2023-08-28 09:26:37

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বোরকা পরে ভোট দিতে গিয়ে আটক হলেন রওশন আলম মন্ডল নামের এক যুবক। এ ঘটনায় দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রওশন আলম উপজেলার দামোদরপুর মধ্যভাঙ্গামোড় গ্রামের আব্দুল বাকী মন্ডলের ছেলে। তিনি ইউনিয়নের কান্তনগর বিনয় ভূষণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক জানান, রোববার (২৭ জানুয়ারি) স্থগিত হওয়া গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচন চলাকালীন নারী বেশে বোরকা পরে কান্তনগর বিনয় ভূষণ উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রে ভোট দিতে যান রওশন আলম মন্ডল। এ সময় দায়িত্বরত পোলিং এজেন্টরা টের পেয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

তিনি আরও জানান, নির্বাচনী দায়িত্বে থাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রমেশ কুমার দাগা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রওশন আলম মন্ডলকে দুই বছরের কারাদণ্ডাদেশ দেন।

এ সম্পর্কিত আরও খবর