যশোরে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

যশোর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, যশোর, বার্তা২৪ | 2023-08-20 02:56:01

যশোরের অভয়নগরে ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় হাসান আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন যশোরের আদালত।

মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে যশোরের (জেলা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক টিএম মুছা এ রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত হাসান আলী একই উপজেলার বুইকারা গ্রামের হায়দার আলীর ছেলে।

সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেছে বিশেষ পিপি এম ইদ্রিস আলী জানান, জেলার অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের এক ব্যক্তি ট্রাক চালক ও তার স্ত্রী মেয়েকে ২০০২ সালের ২৪ জুন সন্ধ্যা ৬টার দিকে ঘরে রেখে পাশের বাড়িতে যান। এ সুযোগে ৭ বছরের মেয়েটিকে প্রতিবেশী হাসান আলী ধর্ষণ করেন।

রক্তাক্ত ও গুরুতর অসুস্থ অবস্থায় মেয়েটি তার মায়ের কাছে বিষয়টি জানায়। তার মা প্রথমে স্থানীয় এবং পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেয়। খবর পেয়ে বাড়িতে এসে মেয়েটির পিতা ওইদিনই অভয়নগর থানায় মামলা দায়ের করেন। এসআই মোসাদ্দেক হোসেন খান তদন্ত শেষে হাসান আলীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর সাক্ষ্য গ্রহণ শেষে প্রাথমিকভাবে ঘটনা প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড রায় দেন বিচারক। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

পিপি এম ইদ্রিস আলী জানিয়েছেন, দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

 

এ সম্পর্কিত আরও খবর