২১ দিন ধরে নিখোঁজ ফিশিং ট্রলার, নিখোঁজ ১৪জন

কক্সবাজার, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার, বার্তা ২৪.কম | 2023-08-19 03:27:47

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকুলে ১৪ মাঝিমাল্লা নিয়ে ২১ দিন ধরে নিখোঁজ রয়েছে মাছ ধরার একটি ফিশিং ট্রলার। মাছ আহরণে গিয়ে নিখোঁজ এসব মাঝিমাল্লার ভাগ্যে কি ঘটেছে তা কেউ স্পষ্ট করে বলতে পারছে না। অন্যদিকে নিখোঁজদের পরিবারে চলছে আহাজারি।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে বার্তা ২৪.কমকে এ তথ্য জানান কক্সবাজার ফিশিংবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।

তিনি জানান, কক্সবাজারে কাইয়ুম সওদাগরের একটি ফিশিংবোট ২১ দিন ধরে সাগরে নিখোঁজ রয়েছে। তাদের সাথে যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না। তারা কি জলদস্যুদের কবলে পড়েছেন নাকি ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসমান অবস্থায় আছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এবিষয়ে, জানতে চাইলে ফিশিং ট্রলারটি মালিক কায়ুম সওদাগর বার্তা ২৪.কমকে বলেন, মাছ আহরণে গিয়ে গত বছরের ৩০ ডিসেম্বর থেকে তাদের মোবাইলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ৫ জানুয়ারি ফিরে আসার কথা থাকলেও এখন পর্যন্ত তারা ফেরিনি। তাদের ভাগ্য কি ঘটেছে তাও জানতে পারছি না।

তিনি আরও জানান, আমার ট্রলারে মোট ১৪ জন মাঝিমাল্লা ছিল। তার মধ্যে একজন মাঝি ও বাকি ১৩ জন জেলে ছিল। এবিষয়ে প্রশাসনকে অবহিত করেছি।

এ সম্পর্কিত আরও খবর