গাইবান্ধায় গ্রন্থপাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গাইবান্ধা, বার্তা২৪.কম | 2023-08-25 23:45:07

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা দেশের প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক রণেশ দাশ গুপ্তের ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গ্রন্থপাঠ প্রতিযোগিতা-২০১৯ এর পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে উদীচী জেলা কার্যালয়ে উদীচী-গাইবান্ধা জেলা সংসদ এ কর্মসূচির আয়োজন করে।

জেলা সংসদের সভাপতি জহুরুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মোহাম্মদ আলী ইবনে সিরাজ। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সংসদের সাধারণ সম্পাদক মাহমুদুল গণি রিজন, সদস্য সজীব রঞ্জন চাকী পলাশ।

সভায় বক্তারা বলেন, 'শোষণ বিহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামকে অগ্রসর করার ক্ষেত্রে রণেশ দাশ গুপ্ত ছিলেন অগ্রণী সৈনিক। আজীবন বিপ্লবী রণেশ দাশ গুপ্ত ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখে গেছেন। তিনি সত্যেন সেনের পাশে থেকে গড়ে তুলেছিলেন উদীচী শিল্পীগোষ্ঠী।'

মহান এই বিপ্লবীর জীবন দর্শন উদীচীর কর্মীদের আদর্শ। পরে অনুষ্ঠানের অতিথি ইবনে সিরাজ পুরস্কৃতদের মাঝে পুরস্কার ও কেন্দ্রীয় সংসদ প্রদত্ত সনদপত্র তুলে দেন।

এ সম্পর্কিত আরও খবর