কুষ্টিয়া মেডিকেল কলেজে ভবন ধসে নিহত ১

কুষ্টিয়া, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুষ্টিয়া, বার্তা২৪.কম | 2023-08-24 21:04:17

কুষ্টিয়া মেডিকেল কলেজের নির্মাণাধীন ভবন ধসে বজলু নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৫ শ্রমিক।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়া মেডিকেল কলেজে ৫০০ শয্যা বিশিষ্ট একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। শ্রমিকরা ওই সময় ছাদ ঢালাইয়ের কাজ করছিল।

নিহত বজলু কুমারখালী উপজেলার চড়াইকোল এলাকার ভাদু প্রমাণিকের ছেলে এবং রাজমিস্ত্রির কাজ করতেন তিনি।

জানা গেছে, ভবনে ত্রুটি থাকার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। আহত ৫ শ্রমিককে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে সেই ধসে যাওয়া ভবনে আরও কয়েকজন শ্রমিক আটকা পড়েছে। তাদের উদ্ধারে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন ম্যানেজার আলী সাজ্জাদ বার্তা২৪.কমকে বলেন, ‘এ ঘটনায় আমরা আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

কুষ্টিয়া জেলা প্রশাসক মো. আসলাম হোসেন ও পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইতোমধ্যে এ ঘটনায় কুষ্টিয়া জেলা প্রশাসক ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।

কুষ্টিয়া ও এর আশপাশের জেলার মানুষের অন্তত ২০ বছর পরের চাহিদা মাথায় রেখে একনেকে অনুমোদন দেওয়া হয়েছিল কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ প্রকল্পের। ২০১৫ সালের মে মাসে কুষ্টিয়া মেডিকেল কলেজের জন্য ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের নির্মাণকাজের উদ্বোধন করা হয়।

এ সম্পর্কিত আরও খবর