মেহেরপুরে ২২৯৪ মিটার সড়ক সংস্কারের উদ্যোগ

মেহেরপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, মেহেরপুর, বার্তা২৪.কম | 2023-08-28 22:05:18

মেহেরপুরের গাংনী উপজেলার গাংনী পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ ও শিশিরপাড়ার মোট ২ হাজার ২৯৪ মিটার সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। একইসঙ্গে উপজেলার বামন্দী ইউনিয়নের তেরাইল গ্রামের একটি পাকা রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন প্রধান অতিথি হিসেবে এসব কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জানা গেছে, গাংনী পৌরসভার বাস্তবায়নে এক কোটি ৩৬ লাখ টাকা ব্যায়ে কেন্দ্রীয় ঈদগাহ ও শিশিরপাড়া সড়কের মোট ২ হাজার ২৯৪ মিটার সড়ক সংস্কার করা হবে। অপরদিকে এলজিইডি বাস্তবায়নে ৪৩ লাখ ৪৭ হাজার টাকা ব্যয়ে ৭০০ মিটার রাস্তা পাকা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এলজিইডি গাংনী উপজেলা প্রকৌশলী সেলিম চৌধুরী, গাংনী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, প্যানেল মেয়র নবীর উদ্দীন, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, বামন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বা, ঠিকাদার ফারুক হোসেন ও আশিকুর রহমান আকাশসহ পৌর কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এ সম্পর্কিত আরও খবর