অনিয়ম, দুর্নীতি মেনে নেওয়া হবে না: সমাজকল্যাণ মন্ত্রী

লালমনিরহাট, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, লালমনিরহাট, বার্তা২৪.কম | 2023-09-01 15:10:32

সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, 'সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরলসভাবে দায়িত্ব পালনের মাধ্যমে সময়ের কাজ যথাসময়ে শেষ করতে হবে। সরকারি কাজে কোন রকম অনিয়ম, দুর্নীতি থাকলে তাকে শাস্তি পেতে হবে। সরকারি কাজে কোন রকম অনিয়ম, দুর্নীতি কখনো মেনে নেওয়া হবে না।'

বুধবার (১৬ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, 'বিশেষ করে আমাদের লালমনিরহাট জেলা সীমান্তবর্তী। এ কারণে মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখতে হবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। যারা চোরাচালানসহ সীমান্তের অবৈধ কাজে লিপ্ত রয়েছেন তাদের শনাক্ত করা হবে।'

তিনি আরও, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সকল প্রস্তুতি গ্রহণ করেছেন। বাংলাদেশে অভাব বলতে কোন কথা থাকবে না।'

এ সময় জেলা প্রশাসক মোঃ শফিউল আরিফ, জেলা পরিষদ চেয়ারম্যান এড. মতিয়ার রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হকসহ অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ ও গণপ্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় সমাজ কল্যাণ মন্ত্রী সরকারি কর্মকর্তা ও গণপ্রতিনিধিদের উন্নয়ন কার্যক্রম সমস্যা ধৈর্য সহকারে শুনেন এবং কার্যকরী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সভায় জেলা পর্যায়ের কর্মকর্তা, সরকারি কলেজের অধ্যক্ষ, গণপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর