হাওরাঞ্চলে মৎস্য গবেষণা কেন্দ্র গড়ে তোলা হবে

নেত্রকোনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নেত্রকোনা, বার্তা২৪.কম | 2023-08-24 12:15:59

মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের মাধ্যমে সারাদেশে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হবে। সেই সঙ্গে নেত্রকোনার হাওরাঞ্চলে মৎস্য গবেষণা কেন্দ্র গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।

বুধবার (১৬ জানুয়ারি) দুপুরে নেত্রকোনা সার্কিট হাউজ প্রাঙ্গণে জেলা প্রশাসনের গার্ড অব অনার শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

এ সময় জেলা প্রশাসক (ডিসি) মঈনউল ইসলাম, পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, পৌর মেয়র নজরুল ইসলাম, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পালসহ আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে বিকেলে প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু মদনপুর শাহ সুলতান কমরুদ্দিন রুমি (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

জেলা শহরের পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত গণ সংবর্ধনায় যোগ দেবেন এবং সন্ধ্যায় জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

এ সম্পর্কিত আরও খবর