সড়কে খুঁটি দিয়ে দেয়াল রক্ষা

নেত্রকোনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 13:39:32

যানবাহন ও পথচারীদের চলাচলে ব্যস্ত সড়কের উপর খুঁটি দিয়ে দেয়াল রক্ষার চেষ্টা চালাচ্ছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা ভূমি অফিস।

জেলার দুর্গাপুর পৌর শহরের ধানমহল এলাকায় এই খুঁটি স্থাপনে সড়ক দিয়ে চলাচল করতে আতঙ্কে রয়েছেন ছোট বড় যানবাহনের চালক ও সাধারণ পথচারীরা।

এই সড়কটির পাশেই ধানের আড়ত থাকায় প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে শত শত ক্রেতা-বিক্রেতা এ সড়ক দিয়ে যাতায়াত করেন।

কিন্তু সড়কে খুঁটি দেওয়ায় রাস্তায় সব সময় জ্যাম লেগে থাকে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে সকলের। শুধু তাই নয়, ঘটছে ছোট বড় দুর্ঘটনাও।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, র্দীঘদিন আগে এই দেয়ালে ফাটল ধরেছে। দিন দিন দেয়ালটি পুরোপুরি পড়ে যাওয়ার উপক্রম হচ্ছে। ফলে খুঁটি দিয়ে রাখায় যাতায়াতে বিঘ্ন ঘটছে। একটু অসাবধান হলে ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকালে এ বিষয়ে দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম. রিয়াদ হাসান গৌরবের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ইতোমধ্যে জেলা প্রসাশক বরাবর একটি প্রাক্কলন উপস্থাপন করা হয়েছে। পাশ হলেই দেয়ালটি ভেঙে নতুন করে স্থাপন করব।’

এ সম্পর্কিত আরও খবর