‘দোহার-নবাবগঞ্জকে অর্থনৈতিক অঞ্চলে অন্তর্ভুক্ত করব’

ঢাকা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪ | 2023-08-30 01:14:51

'প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক সহায়তায় অবহেলিত দোহার নবাবগঞ্জের সড়ক, ব্রিজ ও গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন কাজ সমাপ্ত করতে হবে।'

সোমবার (১৪ জানুয়ারি) বিকালে নবাবগঞ্জ পাইলট স্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংর্ধনা অনুষ্ঠানে দোহার নবাবগঞ্জ ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান এমপি তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, ‘আমি নির্বাচনের সময় আপনাদের কাছে অঙ্গীকার করেছিলাম এই অঞ্চলকে অর্থনৈতিক অঞ্চলে অন্তর্ভুক্ত করব। ইতোমধ্যে প্রশাসনের উচ্চ পর্যায়ে আলোচনা করেছি। দ্রুত অর্থনৈতিক অঞ্চলের কাজ শুরু হবে ইনশাল্লাহ। আগামী দিনে আপনাদের সবাইকে সাথে নিয়ে দোহার নবাবগঞ্জ উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তর করব ইনশাল্লাহ।’

তিনি আরও বলেন, ‘এই এলাকায় গ্যাস নেই। গ্যাসের লাইন আনার ব্যবস্থা করা হবে। মাদক ,সন্ত্রাস নির্মূলে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।’

উপজেলা আওয়ামী লীগ সভাপতি নাসির উদ্দিন ঝিলুর সভাপতিত্বে ও জালাল উদ্দিনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, ইউনিক গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি মো. নুর আলী, সাবেক জাতীয় পরিষদ সদস্য আবু মো, সুবেদ আলী, সাবেক সংসদ সদস্য খন্দকার হারুনুর রশিদ, জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুর রহমান, আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল, ওসি মোস্তফা কামাল, জেলা পরিষদ সদস্য ওয়াহিদুজ্জামান রনি, ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়া, হাজী ইব্রাহীম খলিল, দেওয়ান তুহিনুর রহমান, ছাত্রলীগের মেহেদি হাসান রানা প্রমূখ।

এ সম্পর্কিত আরও খবর