বগুড়ায় ২১ পুলিশ সদস্য পুরস্কৃত হলেন

বগুড়া, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বগুড়া, বার্তা২৪ | 2023-09-01 19:58:24

কৃতিত্বপূর্ণ কাজের জন্য ২১জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে বগুড়া জেলা পুলিশ। সোমবার (১৪ জানুয়ারি) জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাদেরকে পুরস্কৃত করা হয়।

বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম এর সভাপতিত্বে পুলিশ লাইন্স অডিটোরিয়ামে সকাল ১০টায় সভা শুরু হয়। সভায় ডিসেম্বর মাসের কৃতিত্বপূর্ণ কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ২১ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। এছাড়াও অবসরে যাওয়া চারজন পুলিশ সদস্যকে সভায় বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

পুরস্কার প্রাপ্ত (ক্রেস্ট) পুলিশ সদস্যরা হলেন এএসআই আব্দুস সালাম (সদর থানা), এ এস আই রফিকুল ইসলাম (শিবগঞ্জ), এ এস আই রুস্তম ফারুক (সান্তাহার ফাঁড়ি), এস আই রহিম উদ্দিন (সদর থানা), এস আই মোস্তাফিজুর রহমান (শিবগঞ্জ), এস আই আঃ কুদ্দুস (উপশহর ফাঁড়ি), সার্জেন্ট গোপাল চন্দ্র মন্ডল ( সদর ট্রাফিক), এস আই নজরুল ইসলাম (ডিএসবি), এস আই ফারুক হোসেন পিপিএম (ডিবি), এস আই শামীম আক্তার (মোকামতলা তদন্ত কেন্দ্র), ইন্সপেক্টর আবুল কালাম আজাদ (শাজাহানপুর), সনাতন চন্দ্র সরকার(গাবতলী), ইন্সপেক্টর আনোয়ার হোসেন (সদর ট্রাফিক)। অর্থ পুরস্কার প্রাপ্ত পুলিশ সদস্যরা হলেন, ছাম্মাক হোসেন (সারিয়াকান্দি), এস আই জিয়াউর (সদর থানা), এ এস আই সালাম (সদর), এ এস আই শাহাদত হোসেন (সদর), এ এস আই এরশাদ সরকার(সদর), এ এস আই মামুন(শিবগঞ্জ), এ এস আই মোজাম্মেল (কাহালু), এ এস আই আতাউর( কাহালু)।

অবসরে যাওয়া পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল মুখলেসুর রহমান,আব্দুল হামিদ, নুরুল ইসলাম এবং আঃ রাজ্জাক।

সভায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) সফিজুল ইসলাম, আঃ জলিল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, গাজিউর রহমান,আনোয়ার হোসেন, আলমগীর রহমান, সহকারী পুলিশ সুপার হেলেনা আকতার সভায় উপস্থিত ছিলেন।

শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার রোকসানা ইসলাম সুজানা এর উপস্থাপনায় সভায় পুলিশ লাইন্স কলেজের প্রিন্সিপাল শাহাদত আলম ঝুনু এবং ডাঃ অসীম কুমার সাহা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর