স্বপন ভট্টাচার্য্যকে প্রতিমন্ত্রী করায় এলাকাবাসীর উচ্ছ্বাস

যশোর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, যশোর, বার্তা২৪.কম | 2023-08-24 22:50:38

সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হলেন যশোর-৫ (মণিরামপুর) আসন থেকে সদ্য এমপি নির্বাচিত হওয়া স্বপন ভট্টাচার্য্য। সোমবার (৭ জানুয়ারি) তিনি শপথ নেবেন।

রোববার (৬ জানুয়ারি) বিকেলে মন্ত্রী পরিষদের সচিব মোহাম্মদ শফিউল আলম প্রতিমন্ত্রী হিসেবে স্বপন ভট্টাচার্য্যের নাম ঘোষণা করেন।

এদিকে স্বপন ভট্টাচার্য্যকে প্রতিমন্ত্রী করার খবরে উচ্ছ্বাসিত হয়েছেন মণিরামপুরবাসী। তাকে মন্ত্রী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ওই এলাকার মানুষ।

উপজেলার শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনি জানান, দেশ স্বাধীনের পর থেকে এ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে মণিরামপুরে কাউকে মন্ত্রী করা হয়নি। স্বপন ভট্টাচার্য্য প্রতিমন্ত্রী হওয়ার খবর পেয়ে তারা আনন্দিত।

অপরদিকে স্বপন ভট্টাচার্য্য মন্ত্রী হওয়ার খবরে মণিরামপুর শহরসহ উপজেলার রাজগঞ্জ, রোহিতা, খেদাপাড়া, টেংরামারী, শ্যামকুড়, কাশিমনগর, খানপুর, দূর্বাডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।

স্বপন ভট্টাচার্য্য ১৯৫২ সালের ২৭ ফেব্রুয়ারি যশোরের মণিরামপুর উপজেলার পাড়ালা গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি উপজেলা ও জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।

২০০৯ সালে মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এরপর ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসন থেকে নৌকার মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হয়েছিলেন। পরে একাদশ সংসদ নির্বাচনে এই আসন থেকে তিনি নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হন স্বপন ভট্টাচার্য্য।

এ সম্পর্কিত আরও খবর