হাসপাতালের ড্রেন থেকে নবজাতক উদ্ধার

টাঙ্গাইল, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, টাঙ্গাইল, বার্তা২৪.কম | 2023-08-26 21:54:50

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ড্রেন থেকে এক নবজাতক ছেলেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালের স্পেশাল কেয়ার ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ন চন্দ্র সাহা জানান, শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে এক নারী পরিচ্ছন্নতাকর্মী হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের পেছনের ড্রেন থেকে ওই নবজাতককে উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করেন। বর্তমানে শিশুটি হাসপাতালের স্পেশাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

তিনি বলেন, ‘শিশুটির ওজন এক কেজি ৩০০ গ্রাম। এ ধরনের শিশু খুব ঝুঁকিপূর্ণ হয়। তবে আমরা সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি। আইন অনুযায়ী এখন এই শিশুটির দায়দায়িত্ব সমাজ সেবা অধিদফতর নিয়েছে।’

টাঙ্গাইল সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক আব্দুল হামিদ বার্তা২৪কে বলেন, ‘আমরা শিশুটির যাবতীয় দায়িত্ব নিয়েছি। শিশুটি সুস্থ হয়ে উঠলে আদালতের মাধ্যমে আমরা তাকে ঢাকায় ছোটমনি নিবাসে পাঠিয়ে দেব।’

শিশুটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর