বাংলাদেশের প্রকৃতি বৈচিত্র্যময়। সবুজ-শ্যামল, সুজলা-সুফলা এই দেশটির জল-জঙ্গল আর পাহাড়-সমতল মানুষকে আকর্ষণ করে বারবার। গ্রাম-শহর একেক রূপে একেকভাবে আমাদের কাছে ধরা দেয়। এখানে মানুষ এখনও প্রাগৈতিহাসিক পেশায় জীবন নির্ভর করে। কেউ কেউ গ্রামীণ বিলুপ্ত হওয়ায় পেশায় সংসারের এখনও ঘানি টানে। গ্রামীণ শিশুরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করে সময় কাটায়। পুরো শৈশবজুড়েই গ্রামের মাঠে-ঘাটে-জল-জঙ্গলে চলে তাদের দুরন্তপনা। এখানে হাজারও নাম না জানা পাখির আনাগোনা। রূপের খনি বাংলাদেশের স্থিরচিত্রগুলো পাঠিয়েছেন জীবন আমির।