
চারপাশে দিগন্ত জোড়া ফসলের সবুজ খেত। সবুজের বুক চিরে বক্ররেখার মতো বয়ে গেছে পথ। যেপথ হাজারো জীবনের দুঃখ-সুখের সাক্ষী। এ পথে চলতে গিয়ে মনে গুণগুণিয়ে ওঠে ‘পথের বাঁকে এসে মনে হলো/অতীতটা হয়ে যাক দূর/চলব এগিয়ে তবু/বুকের বাঁশিটাতে/বাঁধব নতুন এক সুর।’ যে গান নতুন জীবন গড়ানোর তাগিদ দেয়। জীবন ও প্রকৃতি বিভাগে জয়পুর হাটের আক্কেলপুর থেকে গ্রামীণ মেঠো পথের ছবিটি তুলে পাঠিয়েছেন মো. সেলিম মন্ডল রাজন।